Homeপ্রবাসের খবরশাকিব খানের ঢাকার টানা ছয় হার, প্রথম জয় পেলো সিলেট

শাকিব খানের ঢাকার টানা ছয় হার, প্রথম জয় পেলো সিলেট


একের পর এক ম্যাচ হেরেই চলেছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এবার সুযোগ ছিল জয়ে ফেরার। টানা তিন ম্যাচ হারা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল তারা।

কিন্তু আরও একবার বোলারদের ব্যর্থতায় হার সঙ্গী হলো থিসারা পেরেরার দলের। ১৯৩ করেও সিলেট স্ট্রাইকার্সের কাছে ৩ উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস। সিলেট পেয়েছে এবারের আসরে নিজেদের প্রথম জয়।

লক্ষ্য ১৯৪। বড় রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে সিলেট স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই এলবিডব্লিউ হন রাহকিম কর্নওয়াল। ৮ বলে ১১ করে আবু জায়েদের শিকার হন জর্জ মুনসে। ১৯ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর অ্যারন জোন্স ৮ বলে ১৪ রানের ছোট এক ঝড় তুলে দিয়ে যান। সে ঝড়কে ছাড়িয়ে দলকে টেনে নিয়ে যান জাকির হাসান। ২৭ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৮ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

জমে উঠা ম্যাচে পরের দিকে দারুণ ব্যাটিং করেন রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪)। ১৬০ রানে ৭ উইকেট হারানোর পর দায়িত্ব নিয়ে খেলে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক আরিফুল হক। ১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন তিনি।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন ফরমানউল্লাহ আর শুভাম রানজানে। মোস্তাফিজুর রহমান ১ উইকেট পেলেও ৩১ রান খরচ করেন।

এর আগে লিটন দাস আর মুনিম শাহরিয়ারের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালস।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল ঢাকা। তানজিদ হাসান তামিম ৪ বলে ৬ রান করে কর্নওয়ালের শিকার হন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৯১ বলে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন লিটন আর মুনিম।

৪৩ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। মুনিম করেন ৪৭ বলে ৫২ (৭ চার আর ১ ছক্কায়)। শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ আর থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানে বড় পুঁজি গড়ে ঢাকা।

সিলেটের রাহকিম কর্নওয়াল ২৭ রান খরচায় নেন ৩টি উইকেট। একটি করে উইকেট শিকার তানজিম হাসান সাকিব আর রিস টপলের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত