Homeপ্রবাসের খবরশনিবার থেকে রোজা শুরু আমেরিকায়

শনিবার থেকে রোজা শুরু আমেরিকায়


শুক্রবার যুক্তরাষ্ট্রে সাড়ে ৩ হাজার মসজিদে তারাবি নামাজ আদায়ের মধ্যদিয়ে শনিবার থেকে রোজা শুরু করা হলো। চাঁদ দেখার ভিত্তিতে সকল মসজিদ একইসাথে পবিত্র রমজানের এই কর্মসূচি হাতে নেয়া হয়। এ উপলক্ষে আগে থেকেই নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী কঠোর পদক্ষেপ সত্বেও তারাবিতে উপস্থিতি আগের মতোই ছিল বলে মসজিদসমূহের নেতৃবৃন্দ এ সংবাদদাতাকে জানান। নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মসজিদের আশেপাশে নিরাপত্তার পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, কম্যুনিটিন পক্ষ থেকেও মুসল্লিগণকে নির্জন এলাকা পরিহার করার আহবান রয়েছে। পারতপক্ষে একাকী নির্জন পথে পা না বাড়ানোর আহবানও আগেই উচ্চারিত হয়েছে। 

কম্যুনিটি সূত্রে আরো জানা গেছে, নিউইয়র্ক সিটির দেড় শতাধিক মসজিদসহ সারা আমেরিকায় ৩ হাজারের মত মসজিদেই রোজাদারের মধ্যে ইফতার পরিবেশনের কর্মসূচি এবারও রয়েছে। কোন কোন মসজিদে সেহরির ব্যবস্থাও রয়েছে ব্যাচেলরদের জন্যে। অর্থাৎ পবিত্র রমজানে মুসলিম কম্যুনিটিতে সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন পরিলক্ষিত হচ্ছে। 

এদিকে, নিউইয়র্ক সিটির বাংলাদেশি ও পাকিস্তানি প্রতিটি রেস্টুরেন্টেই বাহারি আইটেমের ইফতারি বক্স হ্রাসকৃত মূল্যে বিক্রির ঘোষণা দেয়া হয়েছে আগে থেকেই। যদিও ইফতারির জন্যে প্রতিটি পণ্যের দামই গতবছরের তুলনায় ৪০% বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান। তবুও রোজাদারদের সামর্থ্য বিবেচনায় রেখে গ্রোসারি এবং রেস্টুরেন্টসমূহ বিশেষ এই মূল্যহ্রাসের ব্যবস্থা করেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত