লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য তারা প্রস্তুত বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২১ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে সারজিস বলেন, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এ লড়াই চলবে।
এর আগে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে বিষয়টিকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে ‘নতুন একটি ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর পরই আওয়ামী লীগের নিষিদ্ধকরণে লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত বলে জানালেন নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এম এইচ/