Homeপ্রবাসের খবররোহিঙ্গাদের ফেরত পাঠাতে নতুন রোডম্যাপের উদ্যোগ ঢাকার

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নতুন রোডম্যাপের উদ্যোগ ঢাকার


রোডম্যাপ ধরে সব রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা। এ বিষয়ে চীনসহ অন্যান্য দেশের সহযোগিতার আশ্বাসকে গুরুত্ব দেয়া হচ্ছে। সোমবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনারে অংশ নিয়ে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে একটি নতুন রোডম্যাপের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিন সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা সংকট সমাধানে চীনের আশ্বাসের কথা উল্লেখ করেন। তিনি জানান, অল্প সংখ্যক রোহিঙ্গা প্রত্যাবাসন করে মিয়ানমার যাতে এ সংকটের সুযোগ নিতে না পারে সেজন্য রোডম্যাপ নিয়ে এগোবে বাংলাদেশ।

তিনি বলেন, আমাদের অবশ্যই এমন একটা রোডম্যাপ থাকতে হবে, যার মাধ্যমে এ সমস্যার সমাধান করবো। এক দুই বা তিন বছর, যতো সময়ই লাগুক, সবাই (রোহিঙ্গা) রোডম্যাপের মাধ্যমেই ফেরত যাবে।

তৌহিদ হোসেন বলেন, ভারত চীন এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে ঢাকা।

‘প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে ভালো খারাপ সময় যেতে পারে কিন্তু ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চলমান রাখতে চায় ঢাকা।’, বলেন তৌহিদ হোসেন।

রোহিঙ্গাদের জন্য ইউএসএআইডি’র সহযোগিতা অব্যাহত রাখতে দেশটির প্রতিও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত