Homeপ্রবাসের খবররোমে বাংলাদেশিদের জন্য পৃথক মুসলিম কবরস্থানের উদ্যোগ

রোমে বাংলাদেশিদের জন্য পৃথক মুসলিম কবরস্থানের উদ্যোগ


ইতালির রাজধানী রোমে বাংলাদেশি মুসলিমদের জন্য একটি পৃথক কবরস্থান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এ বিষয়ে তিনি রোমের মেয়রের সঙ্গে আলোচনা করেছেন এবং ইতিবাচক আশ্বাসও পেয়েছেন।

এর অংশ হিসেবে রাষ্ট্রদূত সম্প্রতি রোমের প্রিমাপর্তা কবরস্থান পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আসিফ আনাম সিদ্দিক। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের পক্ষে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও রোমের ৯ নং মিউনিসিপিও-এর সাবেক কাউন্সিলর এসএম সাইফুল ইসলাম এবং তরপিনাত্ত্বার মুসলিম সেন্টার (টিএমসি)-এর সেক্রেটারি মো. মশিয়ার রহমান মিন্টু।

এ সময় রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক প্রবাসী বাংলাদেশিদের আশ্বস্ত করে জানান, তিনি রোমের মেয়রের সঙ্গে আরও আলোচনার মাধ্যমে মুসলিম কমিউনিটির জন্য একটি পৃথক কবরস্থান প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন, এটি বাস্তবায়িত হলে মুসলিম অভিবাসীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হবে।

প্রসঙ্গত, ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ২০২৪ সালের সমীক্ষা অনুযায়ী, বর্তমানে দেশটিতে বৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা প্রায় এক লাখ ৯২ হাজার ৬৭৮ জন, যা বিদেশি সম্প্রদায়ের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্ত করলে এই সংখ্যা ২ লাখেরও বেশি হতে পারে। মুসলিম জনগোষ্ঠীর ভিত্তিতে বাংলাদেশিরা ইতালিতে তৃতীয় অবস্থানে রয়েছে, যেখানে আলবেনিয়া ও মরোক্কো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।

শুধু রাজধানী রোমে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন, যেখানে বাংলাদেশিরা সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন। রোমে মোট বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশি বৈধ অভিবাসী সংখ্যা ৩৪ হাজার ৪৮৩ জন। অবৈধসহ বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এ পরিস্থিতিতে রোমে মুসলিমদের জন্য পৃথক কবরস্থানের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকার বরাদ্দকৃত কবরস্থানে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে মুসলিমদের দাফন করা হচ্ছে।

বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মনে করছেন, পৃথক কবরস্থান প্রতিষ্ঠিত হলে এটি শুধু ধর্মীয় অনুভূতির সম্মান জানাবে না, বরং এটি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন হিসেবেও বিবেচিত হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত