‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে। ’ খুলনা রেলওয়ে স্টেশন ভবনের প্রবেশ দ্বারের ডিজিটাল স্ক্রিনে এমন লেখা দিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রচারণা করা হয়েছে।
এমন প্রচারণার একটি ভিডিও ভাইরাল হলে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, জনতা ও বিএনপির নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেয় এবং মাস্টারকে অবরুদ্ধ করে। এসময় উত্তেজিত জনতা স্টেশন মাস্টার মাসুদ রানা রনি, জিআরপির থানার ওসি ও ডিআইও এর উপর আক্রমণের চেষ্টা করে। পরবর্তীতে সেখানে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এর পর রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে পুলিশে সোপর্দ করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহজাহান বলেন, রেলস্টেশনের ঘটনায় আসলামকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসররা এখনও সক্রিয় রয়েছেন এটাই তার প্রমাণ। তারা দেশের মধ্যে একটি অশান্তি সৃষ্টির জন্য এধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করছেন।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে। ’ এমন একটি লেখা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রোলিংয়ে প্রচার হচ্ছে। খবর পাওয়া মাত্রই রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। আসলাম হোসেন নামে একজন এটি কন্ট্রোল করে, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে লেখার প্রচারের ভিডিওটি অনেক ছাত্রলীগ নেতা নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন- খুলনা রেলস্টেশন। শেখ হাসিনা আবার আসবে। জয় বাংলা। চিন্তা করবেন না ফিরবেই।
এম এইচ/