কাজটা কোপা দেল রের সেমিফাইনালে উঠা। গত রাতে রিয়াল মাদ্রিদ সেটা করে ফেলেছে। আজ রাতে পরীক্ষা বার্সেলোনার, সেমিতে উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।
এই মৌসুমে লেওয়ান্ডোভস্কি (ডানে) দারুণ ফর্মে রয়েছেন।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নামবে বার্সেলোনা, ম্যাচ শুরু হবে রাত আড়াইটায়।
কাতালানদের মাঠে তাদের ভয়ঙ্কর রূপ ভ্যালেন্সিয়ানরা দেখেছে, যার ২ সপ্তাহও পার হয়নি। লা লিগার ওই ম্যাচে সফরকারীদের ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এবারের লড়াইটা ভ্যালেন্সিয়ার মাঠে।
মাঝের অগোছালো অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বার্সা। নতুন বছরটা কাটছে দারুণ। অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে ২০২৪ সাল শেষ করা দলটা এ বছর এখনও অপরাজিত। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৭ জয়, ২ ড্র। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে জিতেছে শিরোপা। এই ৯ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩২ বার বল পাঠিয়েছে কাতালানরা।
মৌসুমে এরইমধ্যে ৩০ গোল করে ফেলেছেন পোলিশ তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কি। রাফিনিয়া-লামিন ইয়ামালরাও আছেন ফর্মে। ফিট হয়ে উঠছেন দানি ওলমো ও গাভি। তবে, কিছু পরিবর্তন আনবেন কোচ ফ্লিক। শুরুর একাদশে ফিরতে পারেন এরিক গার্সিয়া, ফ্র্যাঙ্কি ডি ইয়ং আর ফার্মিন লোপেজ।
গেল ৫ বছরে ভ্যালেন্সিয়ার কাছে হারেনি বার্সা। এ ম্যাচেও পরিষ্কার ফেভারিট তারা। ২০২০-২১ মৌসুমের পর কোপা দেল রের শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা টিকিয়ে রাখতে জয়টা আবশ্যক বার্সার।