জিততে হলে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডে ভাগ বসাতে হতো রাজস্থান রয়্যালসকে। সানরাইজার্স হায়দরাবাদকে পাল্টা আঘাতের চেষ্টা করলেও শেষ পর্যন্ত নতুন রেকর্ড গড়তে পারেনি রাজস্থান। রিয়ান পরাগের দলকে ৪৪ রানে হারিয়ে আইপিএল ২০২৫ আসরে শুভসূচনা করেছে প্যাট কামিন্সের হায়দরাবাদ।
রাজিব গান্ধী স্টেডিয়ামে আজ রোববার শুরুতেই রানের বন্যা বইয়ে দেয় স্বাগতিক হায়দরাবাদ। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেনদের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৮৬ রান তোলে কামিন্সের দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান তুলতে পারে ৬ উইকেটে ২৪২ রান।
এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৫২৮। যা আইপিএলের ইতিহাসে এক ম্যাচ দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০২৪ আসরে হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৫৪৯ রান হয়েছিল।
আজ রোববার টস হেরে ইশান কিশানের অপরাজিত ৪৭ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ২৮৬ রান তোলে হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
এর আগে গত আসরে এ হায়দরাবাদই ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল বেঙ্গালুরুর বিপক্ষে। অর্থাৎ নিজেদের গড়া আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডটি আবার নিজেরাই ঝুঁকিতে ফেলে দিলো।
হেড ৩১ বলে ৬৭, ক্লাসেন ১৪ বলে ৩৪, নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ রান করেন।
২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ রানে দুই উইকেটে হারিয়ে ফেলে রাজস্থান। এরপর দলীয় ৫০ রানে পতন হয় তৃতীয় উইকেটের। চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের ১০১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় রাজস্থান।
কিন্তু দলীয় ১৬১ রানের মাথায় স্যামসন ও জুরেল, দুজনই আউট হলে ফের বিপদে পড়ে রাজস্থান। এই বিপদ থেকে সেরে উঠতে পারেনি পরাগের দল। স্যামসন ৩৭ বলে ৬৬ আর জুরেল ৩৫ বলে ৭০ রান করেন।
শেষদিকে রাজস্থানের হয়ে লড়াই করেন শিমরন হেটমায়ার। তবে ক্যারিবিয়ান তারকার ২৩ বলে ৪২ রানের ইনিংস কোনো কাজে লাগেনি। শিবম দুবে ১১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন হার্শা প্যাটেল ও সিমারজিত সিং। রাজস্থানের হয়ে ৩ উইকেট শিকার করেন তুষার দেশপান্ডে।