রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট রওনা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি জানান, রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এ ইউ/