Homeপ্রবাসের খবর‘রপ্তানি বাড়লেও ঋণ পরিশোধের কারণে রিজার্ভ আশানুরূপ বাড়ছে না’

‘রপ্তানি বাড়লেও ঋণ পরিশোধের কারণে রিজার্ভ আশানুরূপ বাড়ছে না’


রপ্তানি বাড়লেও ঋণ পরিশোধের কারণে রিজার্ভ আশানুরূপ বাড়ছে না, তবে ধীরে ধীরে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত উন্নয়ন সংলাপ ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের পরিকল্পনাগুলো সবার জন্য উন্মুক্ত করার কাজ চলমান। অনলাইনে ঘরে বসেই দেশের জনগণ উল্লেখযোগ্য পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন। 

তিনি বলেন, টাকা ছাপিয়ে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতেই বাংলাদেশ ব্যাংককে এমন পরামর্শ দেওয়া হয়েছিল।  

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিদেশে টাকা পাচার করে খালি করা ব্যাংকগুলো বাঁচিয়ে রাখতে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। তবে ক্ষতটি কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সরকার। এছাড়াও স্বাধীনভাবে মত প্রকাশে বিটিভির সংস্কার করা হচ্ছে। বিটিভির টকশোতে সরকারের সমালোচনার স্বাধীনতা দিতে সংস্কার ককিশন কাজ করছে বলেও জানান তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত