Homeপ্রবাসের খবরযুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত | SUN NEWS BANGLADESH

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত | SUN NEWS BANGLADESH


প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে সাহারিয়ার ইসলাম অর্ণব (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


শুক্রবার (৪ অক্টোবর) ফেয়ারফিল্ডের রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস এ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত


জানা যায়, ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি যুবক সাহারিয়ার ইসলাম রামাদা হোটেলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। এদিন রুম বুকিং নিতে আসেন একজন অতিথি। সাহারিয়ারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি সমস্যা সমাধানে ম্যানেজারের কাছে যাওয়ার চেষ্টা করলে প্রকাশ্যে গুলি চালায় উক্ত ব্যক্তি। এসময় সাহারিয়ারকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ ও এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস নিহত সাহারিয়ারকে শনাক্ত করেছে।


তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার স্ত্রী ও ৮ মাস বয়সী মেয়ে রয়েছে। ছোট ভাই তানজিল ইসলাম একই এলাকায় থাকেন। তার মা-বাবা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।


আরও পড়ুন: লেবাননে বাংলাদেশিরা নিরাপদে


প্রসিকিউটর অফিস এখনও এর উদ্দেশ্য বা শুটিং এর একটি বর্ণনা দিতে পারেনি। এসেক্স কাউন্টির প্রসিকিউটর টেড স্টিফেনস শুক্রবার হোটেলে একটি ব্রিফিং করেন এবং বলেছিলেন জনসাধারণের জন্য কোনও আসন্ন বিপদ নেই।


ফেয়ারফিল্ড পুলিশ টু-ব্রিজ রোডের উইন্ডহাম হোটেলে রামাদাতে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শুক্রবারের ঘটনা একটি অজানা সমস্যা। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে। প্রায় এক ঘণ্টা পর সাহারিয়ারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে। তার পরিচয় প্রকাশ করা হয়নি।


সান নিউজ/এমএইচ



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত