হাতিরঝিলের এম্পিথিয়েটারে ২০ ফেব্রুয়ারি ‘মেলোডি অব ম্যাভেরিক্স’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে গান পরিবেশনা করবে মিউজিশিয়ান বাপ্পা মজুমদার। যার সঙ্গে থাকবে দেশের আরও চারটি ব্যান্ড। যার টিকিট এরই মধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। এ আয়োজনে প্রধান আকর্ষণ বাপ্পা মজুমদার কনসার্ট
Source link