মেক্সিকো সিটিতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস উন্মুক্ত প্রাঙ্গণে ৫৪তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে মেক্সিকোতে সিনিয়র সচিব পদমর্যাদায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার বক্তব্যে বলেন, স্বৈরাচার উৎখাতে ছাত্র-জনতার অংশগ্রহণে সংগঠিত জুলাই গণ-অভ্যুত্থানকে উজ্জ্বীবিত আশার প্রতীক।
অনুষ্ঠানে অংশ নেন ম্যাক্সিকোতে নিযুক্ত ৫০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। এতে যোগ দেন ভারতের রাষ্ট্রদূত ড. পঙ্কজ শর্মা ও পাকিস্তানের রাষ্ট্রদূত শেহবাজ আব্বাসও।