তুরস্কে দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গতকাল বুধবার সকালে তাঁকে আটক করা হয়। তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, মেয়র ইমামোগলুসহ প্রায় ১০০ জনের বিরুদ্ধে আটক পরোয়ানা জারি করা হয়েছে।
দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) এই আটকের নিন্দা জানিয়ে একে তাদের ‘পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা’ অ্যাখ্যা দিয়েছে। সিএইচপি আর কয়েক দিনের মধ্যেই এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণা করতে যাচ্ছিল। দুই দফা ইস্তাম্বুলের মেয়র পদে থাকা ইমামোগলুর জনপ্রিয়তা ভবিষ্যতের যে কোনো নির্বাচনে তার ভালো ফলের আভাস দিচ্ছিল। তাঁকে রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে বলে মন্তব্য করেছেন সমালোচকরা। এদিকে ইমামোগলুর আটকের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে দেশটিতে সাময়িকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ইমামোগলুকে আটকের পর শহরে চার দিনের জন্য সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয়। বন্ধ করে দেওয়া হয়েছে তাকসিম স্কয়ার।
সূত্র : এএফপি
এ ইউ/