Homeপ্রবাসের খবরমুশফিক কোন মানের ক্রিকেটার, যা বললেন বাশার

মুশফিক কোন মানের ক্রিকেটার, যা বললেন বাশার


টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকেও অবসর নিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সিতে একদিনের ক্রিকেটে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড যার দখলে, সেই ‘মিস্টার ডিপেন্ডেবল’ এর অবসরে সতীর্থদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মাশরাফি বিন মর্তুজা, তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা মুশফিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

এবার মুশফিকের পূর্বসূরীরাও মুশফিকের অবসর নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। জাতীয় দলে মুশফিকের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার সুমন ডানহাতি উইকেটরক্ষকের অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক, নির্বাচক ও সম্প্রতি বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর বাশার বিশেষ কারণে মুশফিককে বেশি ধন্যবাদ জানাতে চাচ্ছেন।

আজ বিকেলে জাগো নিউজের সঙ্গে আলাপে বাশারের কথা, ‘আমি বিশেষ কারণে মুশফিকের ওপর বেশি সন্তুষ্ট। কারণ, (অবসরের বিষয়ে) তাকে কারও বলতে হয়নি। আমার জানা মতে, কেউ তাকে কিছু বলেও নি। সে নিজ থেকে সিদ্ধান্ত নিয়েছে। যে ঘোষণা সে গতকাল বুধবার রাতে দিয়েছে, সেটা একান্তই তার নিজের নেওয়া সিদ্ধান্ত। আমি এ সিদ্বান্তকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই।’

বাশারের অনুভব, ‘মুশফিক এমনিতেই সবার আদর্শ হয়ে ছিল। তার ত্যাগ, অনুপ্রেরণা এবং কঠোর পরিশ্রম ও অনুশীলনে সবচেয়ে সময় দেওয়াটা ছিল সবার পছন্দের। এবার নিজ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে মুশফিক আরও বড় উদাহরণ তৈরি করেছে। সে স্থায়ীভাবে সবার আদর্শ হয়ে থাকলো।’

বাশারের অধীনেই জাতীয় দলে খেলা শুরু করেছিলেন মুশফিক। ব্যাটার মুশফিককে খুব কাছ থেকেই দেখেছেন বাশার।

ব্যাটার মুশফিককে কোন জায়গায় দেখেন? ওয়ানডে পারফরমার মুশফিককে কীভাবে মূল্যায়ন করেন?

বাশারের ব্যাখ্যা, ‘আসলে অনেক কথাই বলতে পারি। ঘুরে ফিরে একটি কথাই আসবে। তা হলো, সে (মুশফিক) সত্যিকার একজন পারফরমার। তিন ফরম্যাটেই তার ব্যাট সমান সচল ছিল। টেস্টে তার ব্যাট আরও কথা বলবে, হাসবে এ বিশ্বাস আছে আমার।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি আমি বলবো, এত লম্বা সময় ধরে খেলেছে। ভালো না খেললে তো আর এত দীর্ঘ সময় ধরে খেলতে পারতো না। একজন পারফরমার তখনই দীর্ঘ সময় জাতীয় দলে খেলতে পারেন, যখন নিজের জায়গা ধরে রাখতে পারেন, ধারাবাহিকভাবে লম্বা সময় পারফর্ম করেন। মুশফিক সেই জাতের পারফরমার।’

‘সে সময় বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে আরও উন্নত ও সমৃদ্ধ করেছে। তার স্ট্রাইকরেট আরও বেড়েছে। পরিবেশ-পরিস্থিতি ঠাউরে খেলার ক্ষমতাও দিনকে দিন সে বাড়িয়েছে। তাই দলে তার ব্যাটিং কার্যকরিতা ছিল প্রচুর’-যোগ করেন বাশার





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত