Homeপ্রবাসের খবরমির্জা ফখরুল – প্রবাস খবর

মির্জা ফখরুল – প্রবাস খবর


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হলে নির্বাচন প্রয়োজন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি, রাজনীতি সব ধ্বংস করে দিয়ে গেছে। ভোট ছাড়া আওয়ামী লীগ দেশের ক্ষমতা দখল করেছিল দীর্ঘ বছর। সবশেষ ডামি নির্বাচন করে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা। সেই পরিস্থিতির অবসান হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপির ৭০০ নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ। কুমিল্লার দুজন জনপ্রিয় নেতাকে গুমের মধ্য দিয়ে তাদের গুম শুরু হয়েছিল। হাসিনার ভাগাভাগির নির্বাচন মেনে নেননি খালেদা জিয়া। তাই তাকেও জেল খাটিয়েছে।

সবাই সহায়তা না করলে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে। বিএনপি দীর্ঘ বছর লড়াই সংগ্রাম করেছে। কিন্তু তাদের অনেকের ভাবখানা এমন বিএনপি কিছুই করেনি। বিএনপি চায় এই সরকার সফল হোক।’

তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। সেজন্য বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। অনেকে সমালোচনা করে, কিন্তু এটা ছাড়া উপায় কী। দেশে ভোট হলে দেশ স্থিতিশীল হবে। অন্যান্য দলেরও এই কথা বলা উচিত।’

মির্জা ফখরুল বলেন, দেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত হবে না। অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে। যার প্রভাব অর্থনীতিতে পড়ছে। আজকে যে সম্ভাবনা দেখা দিয়েছে তা বাংলাদেশের স্বার্থে কাজে লাগানো দরকার।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত