Homeপ্রবাসের খবরমালয়েশিয়ায় ৭ দিনে ১০ হাজার পাসপোর্ট বিতরণ

মালয়েশিয়ায় ৭ দিনে ১০ হাজার পাসপোর্ট বিতরণ


দ্রুততম সময়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট পৌঁছে দিতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। গেল ৭ দিনে ১০ হাজার ২৮৫ জন প্রবাসীর কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তরে সক্ষম হয়েছে হাইকমিশন।

বুধবার (২২ জানুয়ারি) হাইকমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

নবায়ন হয়ে আসা পাসপোর্ট বিতরণের কার্যক্রমে গতি আনতে চলছে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা। এমনকি ছুটির দিনেও থেমে নেই এ কর্মসূচি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ৭ দিনে ১০ হাজার ২৮৫ জন প্রবাসীর কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তরে সক্ষম হয়েছে হাইকমিশন। এর বাইরে পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট নিয়েছেন অনেকে।

এতে আরও বলা হয় কুয়ালালামপুরের বাইরে পেনাং, জোহরবারু, কুয়ান্তান, মালাক্কা এবং কেলাং শহরে পাসপোর্ট পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে হাইকমিশনের নির্ধারিত একটি মোবাইল কনস্যুলার টিম।

পাসপোর্ট সংগ্রহ করতে অনলাইনে আবেদন করে হাইকমিশন থেকে সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত