মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ২৮৮ কাগজপত্রবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগই বাংলাদেশি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল এ অভিযান পরিচালনা শুরু করে। অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর থেকে বিভিন্ন পদের ১৮৫ ইমিগ্রেশন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) ছাড়াও মালয়েশিয়ান সিভিল ডিফেন্স এজেন্সির (APMM) মতো অন্যান্য সংস্থার সদস্যরাও ছিলেন।
আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। তাদের মধ্যে ২৪২ পুরুষ ও ৪৬ নারী।
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ বলছে, ক্লাং-এর হেনতিয়ানে পাঁচতলা বিশিষ্ট ভবনের ছয়টি ব্লকে মোট ৭৮৫ বিদেশি ও ২৫০ স্থানীয়কে তল্লাশি করা হয়েছে। যেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিদেশি কর্মীদের বাসস্থান আছে।
বিবৃতিতে অভিবাসন বিভাগ উল্লেখ করেছে, আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা, অভিবাসন আইন লঙ্ঘন, ওভার স্টে, ভুয়া কার্ডধারীর অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইনের ভিত্তিতে তাদের ওপর অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া পরিচালনা করবে।