মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ ৫০ কারাবন্দিকে সাজা শেষে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে দেশটির জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।
বাংলাদেশি ছাড়া এ তালিকায় ইন্দোনেশিয়ার ৯, ভিয়েতনামের ৯, পাকিস্তানের ৬, ভারতীয় ২ ও চীনা ২ জন রয়েছেন।
তথ্যসূত্রে জানা যায়, ৫০ বিদেশি নাগরিককে তাদের সাজা শেষ হওয়ায় ইমিগ্রেশন আইন অনুযায়ী নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়। সব বন্দিকে কেএলআই ১, ২, ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের দেশে পাঠানো হয়েছে।
তথ্যসূত্রে আরও জানা যায়, হস্তান্তরকৃত সব বন্দি নিজ নিজ অথবা দূতাবাসের অর্থায়নে বিমানের টিকিট ক্রয় করে দেশে পাঠানো হয়। হস্তান্তরের সময় বাংলাদেশিসহ সবাইকে কালো তালিকাভুক্ত করে মালয়েশিয়ার ইমিগ্রেশন। দেশটির আইন অনুযায়ী, কালো তালিকাভুক্ত যে কোনো দেশের নাগরিক দেশটিতে আর প্রবেশ করতে পারবেন না।
৫০ বিদেশির অপরাধ পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এবং অন্যদের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা দেওয়া হয়। কারাভোগ শেষে সবাইকে নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতারা জানান, বর্তমান সময়ে অবৈধ ড্রাগ সাপ্লাই বা মাদকদ্রব্য অপরাধের সঙ্গে বাংলাদেশিরা জড়িয়ে পড়ছে। এটি রাষ্ট্র ও প্রবাসীদের জন্য ক্ষতিকর।
এসব অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান তারা। এ ছাড়া কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কাছে এ সব অপরাধের সঙ্গে জড়িত প্রবাসীদের পাসপোর্ট বাতিলের আহ্বান জানানো হয়।