Homeপ্রবাসের খবরমালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন


তারুণ্যের উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (২৪ জানুয়ারি) মালদ্বীপের রাজধানীর মালের থ্যালাসেমিয়া সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাসহ বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করার লক্ষ্যে পরিবর্তনের পথে এগিয়ে যেতে উদযাপন করা হয় তারুণ্যের উৎসব-২০২৫।

কর্মসূচিতে প্রায় ৫০ প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন। মানবিক কাজে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারী সবাইকে হাইকমিশনের পক্ষ থেকে সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

এ কর্মসূচিতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। স্বেচ্ছায় রক্তদানে বাঁচাতে পারে অনেকের প্রাণ। রক্তদানের এই কর্মসূচির মধ্য দিয়ে মালদ্বীপ এবং বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত রক্তদান করার পাশাপাশি নতুনদেরও রক্তদানে আগ্রহী করে তুলতে হবে। আজকের সংরক্ষিত রক্ত পরবর্তীতে বিভিন্ন মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা রাখবে।

হাইকমিশনের এ ধরনের মানবিক কাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসীরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত