Homeপ্রবাসের খবরমসজিদে কোরআন তিলাওয়াত করতে করতে যুবকের মৃত্যু

মসজিদে কোরআন তিলাওয়াত করতে করতে যুবকের মৃত্যু


নীলফামারীর ডোমারে মসজিদের ভেতরেই কোরআন তেলোয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন এক যুবক। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জামিরবাড়ী পাটোয়ারীপাড়া জামে মসজিদে ফজরের নামাজ শেষে এ ঘটনা ঘটে।

নিহত সাজু ইসলাম (২২) জামিরবাড়ী পাটোয়ারী পাড়ার মমিনুর রহমানের ছেলে।

মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন সাজু। হঠাৎ তিনি পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পরে নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন। এটি নিঃসন্দেহে একটি সৌভাগ্যপূর্ণ মৃত্যু।

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জামিরবাড়ী পাটোয়ারী পাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত