কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা, স্বর্ণের গহনার পাশাপাশি মিলেছে চিঠিও। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বেনামি ওই চিরকুটে লেখা রয়েছে “পাগলা চাচা শেখ হাসিনা কোথায়”। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক খোলা হয়।
এসব দানবাক্স ও ট্রাঙ্ক থেকে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি দল।
গণনার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী।
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারপাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৮ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার
এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবারই দানবাক্সে টাকা ও সোনার পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন চিঠি ও প্রার্থনার চিরকুট। আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরের ১৭ আগস্ট দানবাক্স থেকে পাওয়া এক চিঠিতে লেখা ছিল- “আল্লাহ, শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন”। সেটিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে।
এম এইচ/