Homeপ্রবাসের খবরমধ্যরাতে দুবাই যাচ্ছে দল, শেষ মুহূর্তে সহ-অধিনায়কের নাম ঘোষণা

মধ্যরাতে দুবাই যাচ্ছে দল, শেষ মুহূর্তে সহ-অধিনায়কের নাম ঘোষণা


চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতেই দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে দুবাই যাত্রা করবে টিম বাংলাদেশ। রাত পৌনে ২টায় (ঘড়ির কাঁটায় তখন ১৪ ফেব্রুয়ারি) বিমানে উঠবেন শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ, মোস্তাফিজরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, সেটি দল ঘোষণার সময়ই জানা গিয়েছে। তবে ১৫ সদস্যের দলে সহ-অধিনায়ক হিসেবে কে থাকছেন, তখন জানানো হয়নি।

শেষ মুহূর্তে এসে সহ-অধিনায়কের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আমিরাতে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ঠিক পরেরদিন ভারতের বিপক্ষে দুবাইতে।

তারপর গ্রুপের অপর ২ খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ। ওই দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত