Homeপ্রবাসের খবরভারতের বিপক্ষে খেলতে পারবেন নিউজিল্যান্ডের সেরা বোলার?

ভারতের বিপক্ষে খেলতে পারবেন নিউজিল্যান্ডের সেরা বোলার?


৪ ম্যাচে ১০ উইকেট; চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটিই সর্বোচ্চ উইকেটশিকারির পরিসংখ্যান। যা লেখা হয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাট হেনরির নামের পাশে। অর্থাৎ এখন পর্যন্ত টুর্নামেন্টসেরা ও নিউজিল্যান্ডের সেরা বোলার হেনরি।

কিন্তু ফাইনালে ভারতের বিপক্ষে হেনরিকে পাবে কিনা নিউজিল্যান্ড, তা নিয়ে তৈরি হয়েছে দারুণ অনিশ্চয়তা। বর্তমানে কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। আগামী রোববার ফাইনালের আগে সুস্থ্য হয়ে উঠতে পারবেন কিনা, তা নিশ্চিত করতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ম্যাচে কাঁধে চোট পান হেনরি। প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের ক্যাচ সফলভাবে হাতে জমা করতে পারলেও আঘাত থেকে বাঁচতে পারেননি তিনি।

যদিও চোট পাওয়ার পরও দুই ওভার বিরতি দিয়ে বোলিংয়ে আসেন হেনরি। এরপর ফিল্ডিংয়ের সময় তাকে ডাইভ দিতেও দেখা যায়।

ফাইনাল শুরুর ৪৮ ঘণ্টা আগেও নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড নিশ্চিত করে বলতে পারেননি হেনরি খেলার জন্য ফিট কিনা।

স্টিড বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হলো সে (হেনরি) আবার বোলিং করার জন্য মাঠে ফিরে এসেছে। আমরা কিছু স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করেছি এবং আমরা তাকে এই ম্যাচে খেলার জন্য সকল সুযোগ দেবো। (কিন্তু) এই পর্যায়ে এটি এখনও কিছুটা অনিশ্চিত।’

ভারতের বিপক্ষে দুবাইয়ের উইকেটে হেনরি দারুণ কার্যকর বোলার, তা প্রমাণিত হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ওই ম্যাচে ৫ ভারতীয় ব্যাটারকে সাজঘরের পথ দেখাতে সক্ষম হয়েছেন তিনি।

স্টিড বলেন, ‘সে স্পষ্টতই বেশ চোট অনুভব করছে। কারণ, তার কাঁধের ওপর চাপ পড়েছিল। আশা করি, সে ঠিক হয়ে যাবে।’

ফাইনালে যদি হেনরি খেলতে না পারেন, তাহলে নিউজিল্যান্ডের দলে আসতে পারেন ডানহাতি পেসার জ্যাকব ডাফি। চলতি আসরে এখনও কোনো ম্যাচ খেলেননি তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে ৭ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত