Homeপ্রবাসের খবরভারতীয়দের খোঁচা ‘তোমাদের ভিসা কোথায়?’

ভারতীয়দের খোঁচা ‘তোমাদের ভিসা কোথায়?’


মেলবোর্ন টেস্ট চলাকালীন বর্ণবিদ্বেষের শিকার হয় ভারতীয় সমর্থকরা। গত মাসে চতুর্থ টেস্টের সময় গ্যালারির একাংশ ভারতীয় দলের ফ্যানদের আক্রমণ করে। সিডনি টেস্ট চলাকালীন সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার সমর্থকদের ভারতীয় ফ্যানদের কটূক্তি করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাওয়া ভিডিওতে ভারতীয় দলের সমর্থকদের অপমান করতে দেখা যায় অজিদের। তাঁদের উদ্দেশে স্থানীয় সমর্থকদের প্রশ্ন, ‘তোমাদের ভিসা কোথায়?’ যা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। এই ঘটনায় ফুঁসছে নেটমাধ্যম।

এমসিজিতে বক্সিং ডে টেস্ট চলাকালীন এই ভিডিও রেকর্ড করা হলেও, সেটা প্রকাশ্যে আসে সিডনি টেস্টে। অস্ট্রেলিয়ান সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্য মেনে নিতে পারছে না ভারতীয় জনতা। সোশাল মিডিয়ায় সোচ্চার হয়। মেলবোর্নে ভারতকে ১৮৪ রানে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গত দশ বছরে প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফি জিততে হার এড়াতে হবে অজিদের। তবে সিডনির পরিস্থিতি যা, দুই দলেরই সমান সম্ভাবনা রয়েছে। চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতা সহজ হবে না অস্ট্রেলিয়ার। সিডনিতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করেন ঋষভ পন্থ। ২৯ বলে ৫০ রান সম্পূর্ণ করেন। তাঁর ব্যাটে ভর করেই ১৪৫ রানের লিড নেয় ভারত। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ১৪১। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত