পয়েন্ট টেবিলে দল ভালো অবস্থায় নেই। ব্যাট-বল হাতে সেরা এমন এক দলেরই দুই ক্রিকেটার!
সবার জানা, এখন পর্যন্ত সব ম্যাচ (৮) জিতে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। কিন্তু ব্যক্তিগত পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। রান তোলা ও উইকেট শিকারে সবার ওপরে নেই রংপুরের কোনো ব্যাটার কিংবা বোলার।
দুই জায়গাতেই এমন এক দলের দুই পারফরমার আছেন, যাদের দল লিগ টেবিলে সবার ওপরে তো নয়ই, এমনকি একবারের জন্যও সেরা চারে জায়গা করে নিতে পারেননি। যার একজন এনামুল হক বিজয়, অন্যজন তাসকিন আহমেদ। দুজনই খেলছেন দুর্বার রাজশাহীর জার্সি গায়ে।
টেবিলে তাসকিন-বিজয়ের রাজশাহীর অবস্থান (৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট) এখন ৫ নম্বরে। অথচ বিজয় ৯ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিসহ ৩৪৫ রান করে এখন রান তোলায় সবার ওপরে। অর্থাৎ ব্যাট হাতে চলতি বিপিএলের নেতৃত্ব দিচ্ছেনা বিজয়। একই ভাবে ৯ ম্যাচে ২০ উইকেট দখল করে উইকেট শিকারে সেরা তাসকিন।
শুধু রাজশাহীর বিজয়-তাসকিনের কথা বলা কেন, রান তোলায় সেরা তিনেও নেই শীর্ষে থাকা রংপুরের কেউ। এ দুই জায়গায় অবস্থান করছেন পয়েন্ট টেবিলের নিচের দিকে দল ঢাকা ক্যাপিটালসের দুই ব্যাটার তানজিদ তামিম ও লিটন দাস।
এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিসহ ৩৩০ রান করে দ্বিতীয় স্থানে আছেন তানজিদ তামিম। এক ম্যাচ কম খেলে (৮ ম্যাচে ১ সেঞ্চুরি ও দুই ফিফটিতে) তানজিদের চেয়ে ৭ রান কম করে ঢাকার অপর ওপেনার লিটন আছেন তিন নম্বরে।
রান তোলায় চতুর্থ স্থানে আছেন ভিনদেশি গ্রাহাম ক্লার্ক। চিটাগাং কিংসের এ ইংলিশ উইলোবাজের রান ৮ ম্যাচে ৩১৬। পঞ্চম স্থান সিলেটের জাকির হাসানের (৮ ম্যাচে ২৯৮)।
৬ ও ৭ নম্বরে আছেন দুই পাকিস্তানি উসমান খান (চিটাগাং) ও খুশদিল শাহ (রংপুর)। উসমানের মোট রান ৮ ম্যাচে ২৮৫। খুশদিলের সংগ্রহ ৮ ম্যাচে ২৭৪।
রান তোলায় শীর্ষ দশে আছেন রাজশাহীর ইয়াসির আলী (৯ ম্যাচে ২৭১), সিলেটের রনি তালুকদার (৮ ম্যাচে ২৬০) ও রাজশাহীর রায়ান বার্ল (৯ ম্যাচে ২৪৫)। এছাড়া রংপুর রাইডার্সের টপঅর্ডার সাইফ হাসানের রানও (৮ ম্যাচে) ২৪৫।
পরিণত, অভিজ্ঞ ও কাগজে-কলমে দেশের সুপ্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে রান তোলায় সেরা দশে জায়গা না পেলেও হিসেবে রয়েছেন শুধু তামিম ইকবাল। ফরচুন বরিশালের হয়ে খেলা দেশের ক্রিকেটের এ বড় তারকা ৭ ম্যাচে দুই হাফসেঞ্চুরিসহ ২৩০ রান করে আছেন ১২ নম্বরে।
টপ-স্কোরারদের তালিকায় দেশের শীর্ষ ব্যাটারদের মধ্যে আর কেউ নেই। বাকি উল্লেখযোগ্য স্কোরাররা হলেন, রংপুরের অ্যালেক্স হেলস (৬ ম্যাচে ২১৮ রান), ইফতেখার আহমেদ (৮ ম্যাচে ২০৭) , খুলনার উইকেটরক্ষক উইলিয়াম বসিস্টো (২০৫ ), খুলনার মহিদুল ইসলাম অংকন (৭ ম্যাচে ২০০ ) ও ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা (৯ ম্যাচে ১৯৭)।