Homeপ্রবাসের খবরবোস্টনে বেইনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

বোস্টনে বেইনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের (বেইন) কার্যকরী পরিষদ।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বেইন- এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শহর বোস্টনে স্বতঃস্ফূর্তভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।

এদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটির মেম্বারগণ পরিবার-পরিজনসহ স্বতঃস্ফূর্তভাবে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। আবিয়াসহ বিভিন্ন কমিউনিটি এই অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ওই অনুষ্ঠানে বেইন কার্যকরী কমিটির সাংস্কৃতিক সম্পাদিকা রেহানা পারভীন ইতি সূচনা বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন বেইনের বর্তমান সভাপতি মাহাবুব-ই-খোদা (খোকা)। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি ড. বামন দাস বসু, সাবেক সভাপতি কাজী নুরুজ্জামান, সাবেক সহসভাপতি বদরে আলম সাইফুল, সাবেক সাধারণ সম্পাদক নাহিদ সেতারা, বেইনের বর্তমান কার্যকরী পরিষদের সহসভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান, মিডিয়া সম্পাদক পংকজ দাস, সহসাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী রহমান।

এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা ‘ভাষাবীর’ পাঠ করেন কবি জহিরুল ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবৃত্তিকার ইসরাত সাইরা মুন।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রবাসে জন্ম হওয়া বাংলাদেশি শিশু-কিশোরদের ভাষা শহীদদের স্মরণে গান-কবিতা এবং নিত্য পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত