Homeপ্রবাসের খবরবিসিবি কি পারবে রাজশাহীর বিপক্ষে আইনি ব্যবস্থা নিতে?

বিসিবি কি পারবে রাজশাহীর বিপক্ষে আইনি ব্যবস্থা নিতে?


আজ সোমবার সন্ধ্যার পর থেকে শেরে বাংলায় একটি কথাই উচ্চারিত হচ্ছিলো বেশি করে। তাহলো, ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে নানা টালবাহানা করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া দুর্বার রাজশাহীর বিপক্ষে আইনী ব্যবস্থা নেবে বিসিবি। এবং আজই রাজশাহী মালিক পক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রাতে শেরে বাংলার প্রেসবক্সে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়ে গেলেন, পেমেন্ট নিয়ে ঘাপলা করা মালিকদের বিসিবির পক্ষ থেকে লিগ্যাল অ্যাকশনে যাওয়া হচ্ছে। তাদেরকে আইনী প্রক্রিয়ায় আনা হচ্ছে।

এদিকে আইনী ব্যবস্থার কথা বললেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজিদের বিপক্ষে শেষ পর্যন্ত বিসিবি আদৌ কোনো আইনী ব্যবস্থা নিতে পারবে কিনা? তা নিয়েও প্রশ্নও উঠেছে। কারণ এক ও অভিন্ন।

বিসিবির সাথে মাত্র এক বছরের জন্যই চুক্তি করেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বা মালিক পক্ষ। আগামীবার থেকে নতুন করে মালিক ঠিক করা হবে এবং সেটা হবে ৬ বছর মেয়াদী। যেহেতু রাজশাহীর মালিক পক্ষের সাথে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের চুক্তি এ বছরই শেষ হয়ে যাবে, তাই তাদেরকে আইনী প্রক্রিয়ায় আনাও কঠিন হবে।

মূলতঃ কোনোরকম অ্যাকশনে যাওয়ার কোনই অবকাশ থাকবে না। কারণ রাজশাহীর সাথে চুক্তিই আছে শুধু এ বছরের জন্য। কাজেই তারা যথা সময়ে পেমেন্ট দিতে না পারলে তাদের ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব বাতিলেরও কোনই অবকাশ নেই।

আগামী বছর নতুন করে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দিতেই হবে। বিসিবির রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিতে হবে না। তারা নিজেরাই হয়ত সরে দাঁড়াবে। তখন আর তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুযোগ থাকবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত