সরিয়ে দেয়া হয়েছে জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির বহির্গমন শাখার পরিচালক মামুন সরদারসহ একাধিক কর্মকর্তাকে।
বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) এক অফিস আদেশের প্রেক্ষিতে এই কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়।
প্রশাসন শাখার পরিচালক মো. মাসুদ রানার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মসংস্থান শাখার পরিচালক মাসুদ মিয়াকে বহির্গমন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়। আর কর্মসংস্থান শাখা দায়িত্ব দেয়া হয়েছে মামুন সরদারকে।
তবে, কেন তাদরকে রাতারাতি রদবদল করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা জায়নি।
এ ইউ/