Homeপ্রবাসের খবরবাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় আদিবা, অতঃপর…

বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় আদিবা, অতঃপর…


চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামে নিখোঁজের ৪ দিন পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্কুল শিক্ষার্থী আদিবা ইসলাম (৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইমন প্রধান (২১) ও ইয়াসিন সরকার (২০) নামের দুই যুবককে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামীমা আক্তার গত ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি জিডি করেন।

শিশু আদিবাকে উদ্ধার করতে ওই দিন বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডোবায় খোঁজাখুজি (উদ্ধার অভিযান) শুরু করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গো খাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ।

আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে। আদিবার মা শামীমা আক্তার বলেন, আমরা ছোট মেয়েটি কার কি ক্ষতি করলো যে, আমার আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসির দাবী জানাচ্ছি। এদিকে, আদিবার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তার হত্যার বিচারের দাবীতে মতলব-গৌারিপুর পেন্নাই সড়কের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, তার মা থানায় জিডি করলে আজ আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড় থেকে আদিবার লাশ উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন প্রধান ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকার নামে দুই জনকে আটক করা হয়েছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত