Homeপ্রবাসের খবরবাংলাদেশে পাকিস্তানের সেনা-গোয়েন্দা আছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের

বাংলাদেশে পাকিস্তানের সেনা-গোয়েন্দা আছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের


বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যরা এসেছেন বলে দাবি করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শিলিগুঁড়ি করিডরের কাছেও গিয়েছিলেন বলে দাবি তার। শিলিগুঁড়ি করিডরটি ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত। যেটি ভারতের উত্তরপূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।

বার্তাসংস্থা এএনআইকে গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এমন কথা বলেন জেনারল উপেন্দ্র। সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানে সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন। এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না? জবাবে উপেন্দ্র বলেন, “আমি একটি আলাদা দেশের (পাকিস্তান) ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা, অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয়, এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব।”

ভারতীয় সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার। তিনি বলেন, “ওই (বাংলাদেশের) মাটি ব্যবহার করে তারা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে।“

অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি। কিন্তু সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেন এই ভারতীয় জেনারেল। তিনি বলেন, “যদি প্রশাসনের কথা বলেন, এ ক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে। তখন আমি বলতে পারব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত।”

“কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি। আর আমরা এটিই করছি।”

সূত্র: এএনআই

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত