নোয়াখালীর সেনবাগে বড় ভাই আবদুল মোতালেবের কোদালের আঘাতে ছোট ভাই মো. আমিন উল্লাহর (৫৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পুর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোতালেব সকালে কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটছিল। এ সময় ছোট ভাই আমিন মাটি কাটতে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোতালেব কোদাল দিয়ে ছোট ভাইকে আঘাত করে। এতে গলার নিচে জখম হয় আমিনের। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান। তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এস এইচ/