Homeপ্রবাসের খবরফের বিয়ে করছেন রাখি সাওয়ান্ত, পাত্র পাকিস্তানি পুলিশ কর্মকর্তা

ফের বিয়ে করছেন রাখি সাওয়ান্ত, পাত্র পাকিস্তানি পুলিশ কর্মকর্তা


কাজের চেয়ে নানান ইস্যুতে বেশি আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ব্যক্তিগত জীবনে দুইবার সংসারে পর রাখলেও কোথাও থিতু হতে পারেননি তিনি। ভেঙে গেছে দুটি বিয়েই। এবার অভিনেত্রী জানালেন, আবারও বিয়ে করছেন রাখি।

জানা গেছে, এবার কোনো ভারতীয় পাত্র নন, একজন পাকিস্তানিকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি নিয়ে কথা বলেন রাখি।

তিনি বলেন, আমার হবু স্বামী একজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তা। তার নাম দোদি খান। পুলিশের চাকরির পাশাপাশি অভিনয়ের সঙ্গেও জড়িত তিনি। মূলতপাকিস্তানে ঘুরতে গিয়ে বহু বিয়ের প্রস্তাব পাওয়া হয়। সেখান থেকেই দোদিকে বেছে নিয়েছি।

রাখি আরও বলেন,ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। পাকিস্তানিদের ভালোবাসি আমি। পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ের অনুষ্ঠান হবে। কিন্তু বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। নেদারল্যান্ডসে হানিমুন শেষে দুবাইতে সংসার জীবন শুরু করবেন তারা।

এর আগের দুই স্বামীকে নিয়ে টানাপোড়েন যায় রাখির জীবনে। এক রিয়েলিটি শোয়ের মঞ্চে প্রথম বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। তারপর সে বিয়ে নিয়ে নানান গল্পকথা তুলে ধরেন রাখি। তবে অল্পদিনের মধ্যেই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার।

পরে বলিউডের উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন রাখি। এমনকি তাকে বিয়ে করার জন্য নাকি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন অভিনেত্রী। তবে দ্বিতীয় সংসারও টেকেনি তার। দ্বিতীয় বিয়ে ঘিরে থানা পুলিশসহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি। তাই এবার আর কোনো ভুল করতে চান না তিনি। ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাখি।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত