গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়ে এসেও ব্যালন ডি’অর জিততে পারেননি ভিনিসিউস জুনিয়র। তবে সেই আক্ষেপ এখন কিছুটা হলেও কমবে ব্রাজিলিয়ান তারকার। ব্যালন না জিতলেও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
কাতারের দোহার অ্যাস্পায়ার একাডেমিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফিফার ‘দ্য বেস্ট ২০২৪’ এর আসর অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুরুষ ফুটবলারদের মধ্যে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভিনিসিউস।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনিসিউস। দলকে বড় বড় শিরোপা জেতানোর পথে সেবার ২৪টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
১৯৯১ সালে ফিফা দ্য বেস্ট চালু হওয়ার পর ২০২৩ পর্যন্ত ৫ জন ব্রাজিলিয়ান- রোমারিও, রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহো ও কাকা এই পুরস্কার জিতেছেন। তাদের মধ্যে রোনালদো তিনবার এবং রোনালদিনহো দুইবার এই পুরস্কার জিতেছেন। তবে ২০০৭ সালের পর থেকে এই পুরস্কার আর ব্রাজিলে ফেরেনি। এবার সেই গৌরব আবারও দেশে ফিরিয়ে নিলেন ভিনিসিউস। ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে জিতলেন ফিফা বর্ষসেরা পুরস্কার।