বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ ফারজানা সিঁথি। একাধিকবার তাকে রাজপথে দেখা গেছে। এসেছেন আলোচনায়ও। এবার সিঁথিই ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন কনটেন্ট ক্রিয়েটর খালেদ মাহমুদ হৃদয় খানের বিরুদ্ধে।
খবরটি সংবাদমাধ্যমকে সিঁথি নিজেই নিশ্চিত করেছেন।
ফেসবুক লাইভে এসে হৃদয় সিঁথিকে ধর্ষণের হুমকি দেন এবং নেটিজেনদেরও উত্সাহিত করেন। সিঁথি জানান, ২৭ ফেব্রুয়ারি হৃদয় তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে এবং ঘোষণা দেন, তাকে ধর্ষণ করলে তিনি পুরস্কৃত হবেন।
এ ঘটনায় সিঁথি মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন। কারণ তিনি নিজেকে অনিরাপদ বোধ করছেন। সম্প্রতি, হৃদয়কে সাভার থানা গ্রেপ্তার করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে।
সিঁথি বলেন, ‘মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা উচিত।’
সিঁথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। একলা মানুষ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।
এস এইচ/