Homeপ্রবাসের খবরপ্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী

প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী


প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন কমুউনিটি এ্যাক্টিভিষ্ট ও রাজনীতিবিদ সোলায়মান আলী। নিউইয়র্কে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যানে কাজ করার স্বীকৃতি সরুপ প্রেসিডেন্ট বাইডেনের এ সংক্রান্ত কমিটি সোলায়মান আলীকে ২০২৪ সালের এ পুরষ্কারের জন্য মনোনীত করে। 

কাজের স্বীকৃতসরুপ এ পুরস্কার পেয়ে খুব খুশি সোলায়মান আলী। নিউইয়র্কের বাংলাদেশী কমুউনিটিতে অতিপরিচিত মুখ এই কমুউনিটি নেতা স্রষ্টার কাছে শুকরিয়া জানিয়ে বলেন, আজ আমার জীবনের সবচেয়ে স্মরনীয় ও গুরুত্বপূর্ণ সম্মাননা সনদ প্রাপ্তির দিন। এটি আমার জীবনের এক বিশাল অর্জন।সোলায়মান আলী বলেন, দীর্ঘদিন যাবত কমিউনিটি সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেশ এবং প্রবাসে মানুষের হৃদয়ে যে ভালোবাসার দৃষ্টান্ত স্থান করে নিয়েছিলাম, আজ তারই প্রতিদান বা প্রতিফলন আমেরিকান প্রেসিডেন্টস ২০২৪ লাইভ টাইম এচিভমেন্টস্ এওয়ার্ড সনদ অর্জন। 

সোলায়মান আলী হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি, রিয়েল এস্টেট ব্যবসায়ী, মূল ধারার রাজনৈতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান নাশনাল ডেমোক্রেটিক সোসাইটিটির সাবেক সভাপতি, ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউ এস এ ইনক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি ছাড়াও বেশ কিছু সংগঠনে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য যে মোঃ সোলায়মান আলী মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্রকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশের প্রথম ধূমপানবিরোধী সংগঠন “স্টুডেন্টস এন্ড স্মোকিং কমিটির(SASC) সভাপতি, সেবামূলক সংগঠন স্বেচ্ছায় রক্তদান সংস্থা “বন্ধনের” সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন নদী ও দৃষ্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ঢাকাস্থ ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সহ-সভাপতি ও ঢাকাস্থ ছাত্র ও যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মানব সেবার স্বীকৃতি আমার এই অর্জনের মাধ্যমে কমিউনিটির প্রতি আরো দায়বদ্ধতা বেড়ে গেল বলে মনে করি ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত