Homeপ্রবাসের খবরপ্রবাসীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস রোম মেয়রের

প্রবাসীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস রোম মেয়রের


ইতালিতে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক ও রোমের মেয়র রবার্তো গুয়ালতেরির এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রোমের বিখ্যাত ভিয়া ডেল ক্যাম্পিডোগ্লিওতে এই সৌজন্য সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় রাষ্ট্রদূত ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কবরস্থান নির্মাণের অনুরোধ জানান। বাংলাদেশি অভিবাসীরা ইতালির সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই তাদের ধর্মীয় ও সামাজিক চাহিদাগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার দাবি জানান তিনি।

মেয়র রবার্তো গুয়ালতেরি রাষ্ট্রদূতের উত্থাপিত বিষয়গুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণে রোম সিটি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, রোম সব জাতিগোষ্ঠীর জন্য একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক শহর হিসেবে কাজ করছে এবং বাংলাদেশি কমিউনিটির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এ বৈঠকটি বাংলাদেশি প্রবাসীদের জীবনযাত্রা ও ধর্মীয় সুযোগ-সুবিধার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন ইতালিতে অবস্থানরত প্রবাসীরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত