চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোইয়িং শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
চীন সরকারের আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় পার করছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন। এছাড়া ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
ডা. ইউনূস শনিবার (২৯ মার্চ) দেশে ফিরবেন।
এম এইচ/