অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (২৩ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চীনের রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে সফরে।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফর ঘিরে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’
ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের জন্য যা যা ভালো হয়, তাই করবে তার দেশ। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীন যাচ্ছেন।
এস এইচ/