Homeপ্রবাসের খবরপ্রথম ম্যাচে বাংলাদেশকে পেলেই চ্যাম্পিয়ন হয় ভারত!

প্রথম ম্যাচে বাংলাদেশকে পেলেই চ্যাম্পিয়ন হয় ভারত!


২০১১ ওয়ানডে বিশ্বকাপে জয়ের পর পর আইসিসির কোনো টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছিলো ২০২৪ সালে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। দু’বারই তারা টুর্নামেন্ট শুরু করেছিলো বাংলাদেশের বিপক্ষে।

ভারতীয়রা মনে করছে, টুর্নামেন্টের শুরুতেই যদি প্রতিপক্ষ বাংলাদেশ থাকে, তাহলে সেটা তাদের জন্য সৌভাগ্যের। অন্তত বিরাট কোহলির মত ক্রিকেটারও তেমনটা বিশ্বাস করেন এবং সে কারণেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে নিজেদের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তারা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতের বিপক্ষে। ভারতেরও এটা প্রথম ম্যাচ। তার আগে বিরাট কোহলি স্মরণ করিয়ে দিলেন ২০১১ ওয়ানডে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বাকপের স্মৃতি। যদিও ২০০৭ বিশ্বকাপের কথা বেমালুম ভুলে গেলেন তিনি।

২০১১ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচ জিতেছিলো তারা। শেষ পর্যন্ত বিশ্বকাপও জয় করেছিলো মহেন্দ্র সিংহ ধোনির দল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচ জিতেছিলো ভারত। শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিল তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এর আগে দু’বার বাংলাদেশের বিরুদ্ধে আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’বারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই ওদের বিরুদ্ধে শুরুটা হলে সেই প্রতিযোগিতা আমাদের ভাল যায়। এবারও আশা করছি সেটাই হবে।’

২০১৭ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। আট বছর বিরতি দিয়ে আবার অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। কোহলি জানান, ব্যক্তিগতভাবে এ প্রতিযোগিতা তার বেশি পছন্দের। এর কারণও জানিয়েছেন তিনি। বলেন, ‘অনেক বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগতভাবে খুব ভাল লাগে। কারণ, প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। তাই সারা বছর ধরে ভাল খেলতে হয়। প্রথম সারির দলগুলো খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টান টান লড়াই হয়।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ভারত। নয় মাসের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতা জয়ের সুযোগ। টি-টোয়েন্টির মানসিকতা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান কোহলি। বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যা কম। ফলে পিছিয়ে পড়লে ফেরা যায় না।

সেই চাপ তাদের সুবিধা করে দেবে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই। কারণ, দুটো প্রতিযোগিতাই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত