Homeপ্রবাসের খবরপ্রথমবারের মতো বেতন কাঠামোয় আসলেন ৮ স্কোরার

প্রথমবারের মতো বেতন কাঠামোয় আসলেন ৮ স্কোরার


বাংলাদেশের ক্রিকেট উত্তরণে ক্রিকেটার, কোচ, সংগঠক, পৃষ্ঠপোষক, আম্পায়ারদের পাশাপাশি স্কোরারদের ভূমিকায়ও কিন্তু কম নয়। অনেক বেশি।

ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো আর ক্রিকবাজে বল টু বল আপডেট দেয়ার আগে এই স্কোরাররাই ছিলেন ক্রিকেটের স্কোর নিয়ে শেষ কথা। একটা ক্রিকেট ম্যাচের স্কোর কার্ড, ব্যক্তিগত স্কোর, সমস্ত তথ্য-উপাত্ত ও নানা খুটিনাটি জানার একমাত্র মাধ্যম ছিলেন স্কোরাররা।

বাংলাদেশের স্কোরাররাও প্রতিনিয়ত ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও স্কোরিং করছেন সেই ৭০ দশক থেকে। বাংলাদেশের ক্রিকেটের জন্মলগ্ন থেকেই স্কোরাররা রেখেছেন কার্যকর অবদান।

দেশের ক্রিকেটের উত্তরণে বাংলাদেশের স্কোরারদের অবদান যথেষ্ঠ; কিন্তু বিসিবি ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটার, কোচিং স্টাফ, আম্পায়ারদের বেতন কাঠামোর মধ্যে আনলেও স্কোরাররা এতকাল ছিলেন উপেক্ষিত। ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ম্যাচে স্কোরিং করে ম্যাচ ফি পাওয়া ছাড়া স্কোরারদের এতকাল ছিল না কোন বেতন কিংবা ভাতা। অবশেষে বিসিবি স্কোরারদের জন্যও বেতন-ভাতা চালু করতে যাচ্ছে।

বিসিবির সর্বশেষ সভায় সে সিদ্ধান্ত গৃহীতও হয়েছে। বলে রাখা ভাল, এবার পুরুষ ও নারী আম্পায়ারদের বেতন কাঠামো তৈরি করে তাদেরকে মাসোহার প্রদানের ঘোষণা দিয়েছে বোর্ড। সে বহরে রাখা হয়েছে স্কোরারদেরও। এখন থেকে ৮ জন স্কোরার বিসিবি থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন পাবেন।

সেই ৮ স্কোরার হলেন- হাবিবউল্লাহ, মোস্তাফিজুর রহমান টিটু, মিজানুর রহমান, বশির উদ্দীন, নজরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জে আর মল্লিক জনি ও নুর আলম।

বলার অপেক্ষা রাখে না, বিসিবির বেতনভুক্ত এই ৮ স্কোরার দীর্ঘদিন দেশের ক্রিকেটে কাজ করে যাচ্ছেন। তবে এই তালিকায় ২ সিনিয়র স্কোরার সাইদ ও রউফের নাম না থাকাটা অস্বাভাবিক ঠেকেছে সবার কাছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত