Homeপ্রবাসের খবরপ্যারিসে ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ প্রদর্শনী অনুষ্ঠিত

প্যারিসে ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ প্রদর্শনী অনুষ্ঠিত


ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অনুষ্ঠিত হয়ে গেল ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শীর্ষক প্রদর্শনী।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় অবারভিলাস্থ এক অভিজাত হলে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

প্রদর্শনীতে রক্তাক্ত জুলাইয়ের চিত্রকর্ম, রণাঙ্গনের যোদ্ধাদের তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

স্থানীয় নবকণ্ঠ পত্রিকার চিফ রিপোর্টার নয়ন মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহম্মদ প্রবাসে এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরনের প্রয়াস প্রবাসের মাটিতে প্রথম উদাহরণ হিসেবে অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিকেও প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আয়োজক নিউজ পোর্টাল নবকণ্ঠ ডট কমের নির্বাহী সম্পাদক আবু তাহির বলেন, আন্দোলন কেউ একা করেনি, সবার অংশগ্রহণ ছিল। তাই এসব উদ্যোগ একে অপরের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত