Homeপ্রবাসের খবরপাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার


এবার বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুত্বপূর্ণ এই দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, তাদের সরকার চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারে নানা উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে শ্রীলঙ্কার পার্লামেন্ট একটি নতুন আইন অনুমোদন করেছে, যা অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুততর করবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা চুরি হয়ে যাওয়া বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ফেরত আনার প্রচেষ্টায় শ্রীলঙ্কার সহায়তা চান।

বৈঠকে দুই নেতা জুলাইয়ের গণআন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা শ্রীলঙ্কার নেত্রীকে জানান।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত