Homeপ্রবাসের খবরপাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেসওয়েল

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেসওয়েল


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে না হতেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজে মেতে উঠছে নিউজিল্যান্ড। তবে এবার পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সম্পূর্ণ নতুন একটি দলকে দেখা যাবে। আইপিএল খেলার কারণে নিয়মিত ক্রিকেটারদের অধিকাংশকেই পাবে না নিউজিল্যান্ড। যার ফলে, নতুন অধিনায়ক নির্বাচন করা হয়েছে অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে।

আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবারই প্রথম নেতৃত্ব দিতে যাচ্ছেন না ব্রেসওয়েল। ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলকে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

নেতৃত্ব পাওয়ার পর ব্রেসওয়েল বলেন, ‘মিচেল সান্তনার সাদা বলের অধিনায়ক হওয়ার পর থেকে দারুণ কাজ করেছেন। আমি শুধু চেষ্টা করবো ভালো কিছু করার এবং চেষ্টা করবো দলের মধ্যে একটি বিনোদনমূলক পরিবেশ তৈরি করতে।’

পাকিস্তান দল নিয়ে ব্রেসওয়েল বলেন, ‘পাকিস্তান সব সময়ই ভয়ঙ্কর একটি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরুতেই বিদায় নেয়ায় তারা সাফল্যের জন্য মরিয়া হয়ে রয়েছে।’

এই সিরিজের দলে ফিরিয়ে আনা হয়েছে পেসার বেন সিয়ার্সকে। ইশ সোধিকে ফিরিয়ে আনা হয়েছে দলে। এছাড়া পেসার কাইল জেমিসন, উইল ও’ররকি রয়েছেন নিউজিল্যান্ড দলে। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে না পারা ম্যাট হেনরিকে দলে নেয়া হয়েছে শেষ দুটি টি-টোয়েন্টির জন্য। যদি ফিটনেস ঠিক থাকে তার, তাহলে খেলতে পারবেন তিনি।

একই সঙ্গে ফিন অ্যালেন, জিমি নিশাম এবং টিম সেইফার্টকে দলে নেয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে। দলে রয়েছেন ড্যারিল মিচেল এবং মার্ক চাপম্যানও। আইপিএল খেলার কারণে দলে নেই ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা এবং গ্লেন ফিলিপস। এছাড়া আইপিএলের কারণে থাকবেন না লকি ফার্গুসন ও মিচেল সান্তনার। ২২ মার্চ শুরু হবে এবারের আইপিএল।

এছাড়া কেন উইলিয়ামসনও থাকছেন না পিএসএলে কমিটমেন্ট থাকার কারণে। তিনি খেলবেন করাচি কিংসের হয়ে। ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল।

মিচেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জাকারি ফকস (৪ ও ৫ নম্বর ম্যাচ), মিচেল হেই, ম্যাট হেনরি (৪ ও ৫ নম্বর ম্যাচ), কাইল জেমিসন (১, ২ ও ৩ নম্বর ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’ররকি (১, ২ ও ৩ নম্বর ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত