Homeপ্রবাসের খবরনিরাপত্তা দিতে পারবে না রাজ্য পুলিশ, কলকাতার ম্যাচ নিয়ে সংকট

নিরাপত্তা দিতে পারবে না রাজ্য পুলিশ, কলকাতার ম্যাচ নিয়ে সংকট


আইপিএলের দামামা বাজতে বেশি দেরি নেই। আগামী ২২ মার্চ শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ১৮তম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

২০২৫ সালের আসর শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে সংকট। আগামী ৬ এপ্রিল কলকাতার মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্ট। ম্যাচটি হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু একই দিনে হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় উৎসব রাম নবমী পালন করা হবে রাজ্যজুড়ে।

কলকাতা পুলিশের আশঙ্কা, এদিন শহরে ব্যাপক জনসমাগম হবে। রাস্তাগুলো জন-মানুষের ভীড়ে অচল হয়ে উঠতে পারে। ক্রিকেটারদের স্টেডিয়ামে আসতেও বাধার মুখে পড়তে হতে পারে। ফলে একই দিনে দুই উৎসবে (আইপিএল ও রাম নবমী) পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে মনে করছে রাজ্য পুলিশ। খবর ইন্ডিয়া টুডে’র।

নিরাপত্তা দিতে পুলিশের অপরাগতা প্রকাশের পর বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)।

সিএবিকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে অরূপ বিশ্বাস জানিয়েছেন, কলকাতা পুলিশের সঙ্গে এ বিষয়ে অধিকতর আলোচনা করবেন তিনি। কীভাবে ম্যাচটি আয়োজন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এবারের কলকাতা ও লখনৌর ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করছে ভারতীয় দর্শকদের মধ্যে। যে কারণে ম্যাচের ভেন্যু কিংবা শিডিউল পরিবর্তন করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। লখনৌর সঙ্গে কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার সাথে মালিকানা সম্পর্ক রয়েছে। এছাড়া আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি (২৭ কোটি রুপি) ক্রিকেটার রিশাভ পন্ত খেলছেন লখনৌতে।

আইপিএলে অবশ্য এ ধরনের সংকট নতুন নয়। ২০২৪ সালে একই সমস্যার কারণে কলকাতা ম্যাচের শিডিউল পরিবর্তন করা হয়েছিল। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনায় মাধ্যমে সমাধানে যেতে না পারলে এবারও হয়তো ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত