Homeপ্রবাসের খবরনিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি ছাগলকাণ্ডের মতিউরের

নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি ছাগলকাণ্ডের মতিউরের


আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান। তার দাবি, আওয়ামী লীগ ও গোয়েন্দা সংস্থার চক্রান্তের শিকার তিনি।

এদিন অস্ত্র মামলায় মতিউর রহমানের তিন দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দিনভর নানা নাটকীয়তার পর বিকেলে আদালতে আনা হয় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সস্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্ট গান ও ২৪ রাউন্ড গুলি। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে ছাগলকাণ্ডকে নিজের পাপ উল্লেখ করে মতিউর রহমান আদালতে বলেন, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। গোয়েন্দা সংস্থা ছয় মাস যাবত তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলে দাবি করেন তিনি।

অপরদিকে দুদকের দায়ের করা মামলায় দুপুরে আদালতে তোলা হয় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে। তাকে ওই মামলায় সাত দিনের রিমান্ড চাইলে তাকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আদালত।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত