Homeপ্রবাসের খবরনিখোঁজের দু’দিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ

নিখোঁজের দু’দিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে তানজিম মিয়া (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) সে নিখোঁজ হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

তানজিম মিয়া উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মো. আবু তাহেরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার পর থেকে তানজিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশ ও আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে। কিন্তু কোনো খোঁজ মেলে না। পরে নিখোঁজের ঘটনায় তানজিমের চাচাত ভাই রমজান মিয়া শনিবার কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রোববার দুপুরে গ্রামের কয়েকজন লোক বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে। মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, শিশুটির নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছিল। আজ পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত