Homeপ্রবাসের খবরনাহিদ রানা-রিশাদ হোসেনকে পিএসএলে খেলার অনুমতি দেবে বিসিবি?

নাহিদ রানা-রিশাদ হোসেনকে পিএসএলে খেলার অনুমতি দেবে বিসিবি?


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দ্রুতগতির বোলার নাহিদ রানা। লাহোর কালান্দার্স ড্রাফট থেকে নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এছাড়া বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে দলে ভিড়িয়েছে পিএসএলের আরেক দল করাচি কিংস।

বিদেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য বিসিবির কাছে এনওসি চেয়েছেন এই দুই ক্রিকেটার। জাগোনিউজকে এ তথ্য জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।

তবে সামনেই যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ, সে কারণে এই দুই ক্রিকেটারকে অনাপত্তি পত্র দেয়া হবে কি না- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, নাহিদ রানার পিএসএলেই খেলা উচিৎ এবং বিসিবির উচিৎ তাদেরকে অনাপত্তি পত্র দেয়া।

এনওসি চেয়ে বিসিবিতে আবেদন করার পর সোমবার নাহিদ রানা বলেন, ‘আপনারা জানেন, আমি প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছি। এ জন্য বিসিবির কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছি। বোর্ড ছাড়পত্র দিলে পিএসএলে খেলতে যাব।’

তবে এ নিয়ে বিসিবির সিদ্ধান্ত নির্ভর করছে নির্বাচকদের ওপর। শাহরিয়ার নাফীস জানিয়েছেন, নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে অনাপত্তি পত্র দেবে কি না, বিসিবিরি সে সিদ্ধান্ত নির্বাচকদের মতামতের ওপর। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এ নিয়ে নির্বাচকদের মতামত চাইবেন। তারা যদি অনাপত্তিপত্র দিতে বলেন, তাহলে দিয়ে দেবেন।

নাহিদ রানাদের এনওসির বিষয়ে সোমবার মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্ব নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত