Homeপ্রবাসের খবরনায়কের জন্মদিনে নায়িকার ‘এক পৃথিবী শুভেচ্ছা’

নায়কের জন্মদিনে নায়িকার ‘এক পৃথিবী শুভেচ্ছা’


শাকিবের ‘প্রিয়তমা’ই হয়ে গেছে ভারতের ইধিকা পালের নাম! পশ্চিমবঙ্গের মেয়ে ইধিকার চলচ্চিত্রযাত্রা শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে। ‘প্রিয়তমা’ ছবির পর আবারও অভিনেতার হাত ধরে নতুন ছবিতে দেখা যাবে তাকে। জন্মদিনে কলকাতা থেকে নায়ককে ‘এক পৃথিবী শুভেচ্ছা’ জানিয়েছেন ইধিকা পাল।

নায়কের জন্মদিনে নায়িকার ‘এক পৃথিবী শুভেচ্ছা’

আজ (২৮ মার্চ) শুক্রবার ঢালিউড তারকা শাকিব খানের জন্মদিন। নতুন সিনেমায় শাকিব খানের সঙ্গে একটি দৃশ্যের ছবি শেয়ার করে ইধিকা পাল ফেসবুকে লিখেছেন, ‘এক পৃথিবী শুভেচ্ছা রইল জন্মদিনের! আপনি এমনি করেই মানুষের মনের মণিকোঠায় “মেগাস্টার” হয়ে থাকুন … সমাদরে থাকুন, ভালোবাসায় থাকুন; একদিন, প্রতিদিন…শুভ জন্মদিন।’এ বছর ৪৭ বছরে পা রেখেছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। ক্যারিয়ারে বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তাদের মধ্যে যেমন আছে ঢাকাই নায়িকা, তেমনি আছেন ভারতের। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার সিনেমাগুলোর মধ্যে ‘দরদ’ ছবিতে তাকে দেখা গেছে ভারতের সোনাল চৌহানের সঙ্গে। এরই মধ্যে ‘তুফান’ ছবিতে তিনি কাজ করেছেন ভারতের মিমি চক্রবর্তীর সঙ্গে। ‘নাকাব’ ছবিতে তাকে দেখা গেছে কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের সঙ্গে। ‘শিকারি’ ছবিতে তাকে পাওয়া গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে।

নায়কের জন্মদিনে নায়িকার ‘এক পৃথিবী শুভেচ্ছা’

পবিত্র ঈদুল ফিতরে ‘বরবাদ’ ছবিতে একত্রে দেখা যাবে শাকিব খান ও ইধিকা পালকে। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের সঙ্গে হয় তার চলচ্চিত্র অভিষেক। সেই থেকে কলকাতায়ও জনপ্রিয় হতে শুরু করেন ইধিকা। ‘প্রিয়তমা’র পর কলকাতায় বেশ কিছু নতুন কাজে যুক্ত হন এই তরুণ অভিনেত্রী। ‘বরবাদ’ ছাড়াও ঈদে ‘অন্তরাত্মা’ নামের আরেক ছবিতে শাকিবকে দেখা যাবে কলকাতার আরেক অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত