নামাজে মনোযোগ ধরে রাখা প্রত্যেক মুসল্লির মূল দায়িত্ব। তবে শয়তান নামাজে মনোযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। কোনো কারণে যদি নামাজে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ সৃষ্টি হয় তাহলে সেসময় করণীয় কী তা নিয়ে জানতে চান অনেকে।
নামাজে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় হল, প্রবল ধারণা অনুযায়ী আমল করা। অর্থাৎ যত রাকাত হয়েছে বলে প্রবল ধারণা হয় তত রাকাত ধরে নামাজ পূর্ণ করে ফেলা। প্রবল ধারণা অনুযায়ী আমল করলে সিজদায়ে সাহু দিতে হবে না।
আর যদি চিন্তার পরও কোনো রাকাতের ব্যাপারে প্রবল ধারণা না হয় তাহলে সন্দিহান রাকাতগুলোর মধ্যে কম সংখ্যাটি ধরে নামাজ পূর্ণ করবেন। এক্ষেত্রে প্রতি রাকাতে বসে তাশাহহুদ পড়তে হবে আর নামাজের শেষে সিজদায়ে সাহুও দিতে হবে।
হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেন, ‘তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয়, ফলে সে জানে না যে এক রাকাত পড়ল না কি দুই রাকাত। তাহলে সে যেন এক রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে। আর যদি দুই রাকাত পড়ল না তিন রাকাত, তা না জানে তাহলে যেন দুই রাকাত ধরে নামাজ পড়ে। (এসব ক্ষেত্রে) সালাম ফেরানোর পূর্বে দুইটি সিজদা আদায় করে (অর্থাৎ সাহু সিজদা করে)।’ (তিরমিজি ৩৯৮)
(বুখারি ৪০১, তিরমিজি ৩৯৮, কিতাবুল আছল ১/১৯৩; শরহু মুখতাসারিত তাহাবি ২/২৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৯; আলমুহিতুল বুরহানি ২/৩৩৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩০; আদ্দুররুল মুখতার ২/৯৩-৯৪)
আর এম/